ফ্যাসিবাদ আওয়ামীলীগ বাংলাদেশের জাতীয় শত্রু। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণমানুষের সার্বিক কল্যাণ মুক্তির জন্য জনগণের বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধ না থাকলে গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার আবার মাথাভাড়া দিতে পারে। বাংলার জমিনে দেশের অর্থ-সম্পদ লূন্টনকারী আওয়ামীলীগকে আর ঠাই দেওয়া হবে না। এদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিরামপুর ঢাকা মোড়স্থ মিজান মার্কেট চত্ত্বরে রাষ্ট্র মেরামত করে জনগণের অধিকার সু-নিশ্চিত করার দাবীত আমার বাংলাদেশ-এবি পার্টি বিরামপুর উপজেলা শাখার আয়োজনে বিশাল জনসভায় প্রধান অতিথি আমার বাংলাদেশ-এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ উপরোক্ত কথা বলেন।
শনিবার (১৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে বিরামপুর ঢাকা মোড়স্থ মিজান মার্কেট চত্ত্বরে কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব এবি পার্টির দিনাজপুরের শাখার অধ্যক্ষ মো. মেহেদী হাসান(পলাশ) এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় সদস্য, এবি পার্টি ও সিনিয়র যুগ্ম আহবায়ক দিনাজপুর শাখার আলহাজ্ব মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টটুল, বিশেষ অতিথি কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাতেন মারজান, বিশেষ অতিথি কেন্দ্রীয় সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়ক দিনাজপুর শাখার শাহিনুর রহমান শাহীন, কেন্দ্রীয় সদস্য দিনাজপুর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দিনাজপুরের এবি যুব পার্টির সমন্বয়ক সাইদুর রহমান সুমন, দিনাজপুরের এবি যুব পার্টির মাহমুদুল ইসলাম সুমন, বোচাগঞ্জ উপজেলার সমন্বয়ক রায়হান কবির ও বিরামপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক হাদিসুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ আরো বলেন, আমার বাংলাদেশ_এবি পার্টি দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। এবি পার্টির ক্ষমতায় গেলে বিরামপুরকে জেলা ঘোষণা করা হবে।তিনি সেই স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় আমার বাংলাদেশ-এবি পার্টির আন্দোলনের কর্মীদের ময়দানে আপসহীন থাকার আহবান জানান।