” স্কাউটিং করবো, সুন্দর বাংলাদেশ গড়বো” এই পতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে দিনব্যাপী সেবা মুক্ত স্কাউট গ্রুপে বার্ষিক ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১৬ নভেম্বর ২০২৪ ) সকালে স্কাউট গার্ডেন ক্রসবার৩, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের আয়োজনে বার্ষিক ডে ক্যাম্পে রোভার ও স্কাউট পতাকা উওোলন ও প্রার্থনা সংগীত মধ্যেদিয়ে দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেবা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি এম এম কামরুল হাসান( পি আর এস)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি এম এম কামরুল হাসান তিনি তার বক্তব্য বলেন, সেবা মুক্ত রোভার স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রোভার স্কাউট গ্রুপ। সেবা মুক্ত স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা হয় ১৯৮৬ সালে- অর্থাৎ আজ থেকে প্রায় ৩৮ বছর আগে। প্রতিবছরে সহচর রোভার ও গার্লইন রোভারদের নিয়ে ডে-ক্যাম্প করে থাকে আজকের রোভার স্কাউট সহচররাই আগামীর কর্ণধার এবং তাদের মাধ্যমেই দেশ ও দেশের বাহিরে রোভারের সুনাম ছড়াবে বলে প্রত্যাশা করছি। ডে ক্যাম্প আয়োজন করছে। ভবিষ্যৎতে রোভারিংয়ের কার্যক্রম সাফল্য কামনা করছি।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক( পাবনা-সিরাজগঞ্জ) আবু সাঈদ ( এএলটি) , সহকারী কমিশনার সংগঠন ও বিধি খালেকুজ্জামান খান (এল টি), সিরাজগঞ্জ জেলা রোভার সম্পাদক মোঃ সাখাওয়াৎত হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, গাজী টিভি জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় জেলা প্রতিনিধি স্কাউটার মোঃ আমিনুল ইসলাম, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা রুবেল, সহ-সম্পাদক ও রোভার লিডার মোঃ আসলাম হোসেন,অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিঠাতা সম্পাদক মো. হোসেন আলী ( ছোট্ট), সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহকারী স্কাউট লিডার মো. হাফিজুর রহমান (হাফিজ,) মোঃ হানিফ , সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মাছুম বিল্লাহ মাহী, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ আশিকুর রহমান, প্রমূখ,
উল্লেখ্য ঃ দিনব্যাপী এই ডে ক্যাম্প অনুষ্ঠানে বিপি পিটি, তাঁবুকলা , গ্যাজেট, স্কাউট আন্দোলনের জন্ম ও ইতিহাস, হাইকিং ও ক্যাম্প ফায়ার, রোভার প্রোগ্রাম ও ব্যাজ অর্জন কৌশল সহ রোভার স্কাউট বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রোভার সদস্যদের ধারণা প্রদান করা হয়। এতে প্রায় ৪২ জন রোভার স্কাউট ও গার্ল ইন রোভার স্কাউট ও স্কাউট দলের সদস্য / সদেস্যা অংশগ্রহণ করে। এবং রোভার স্কাউট ও সহচরের রোভার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোভার স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ২০২৪ সম্পন্ন হয়।