অগ্নিকাণ্ডে ১০ জন নবজাতকের মৃত্যু হয়েছে উত্তর প্রদেশে একটি হাসপাতালে। আরও ১৬ শিশু মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গতকাল রাত পৌনে ১১টার দিকে প্রদেশে মহারানি লক্ষ্মী বাইমেডিকেল কলেজের এনআইসিইউতে এই আগুন লাগে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ কুমার। তিনি জানান, অক্সিজেন কনসেন্ট্রেরে কোনো শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। সেই সময় ৫৪ জন শিশু এনআইসিউতে ভর্তি ছিল, তাদের মধ্যে ৪৪ জনই নবজানত।
হাসপাতালের প্রধান মেডিকেল সুপারিনটেনডেন্ট শচীন মহর ১০ জন শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
একজন কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি তিনজনের ডিএনএ পরীক্ষা লাগবে। সরকার হতাহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে।