Dhaka ১২:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা‘

এই সপ্তাহের কাহিনি সংক্ষেপ: রিয়েলিটি শো এর এক কঠিন চ্যালেঞ্জিং রাউন্ডে সেরা পার্ফরমার হয় পারমিতা। হয়ে ওঠে তনিমার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। সৌরভ, নিঝুম আর পারমিতার মধ্যে সুন্দর এক বন্ধুত্বের স্মৃষ্টি হয়। এই শো তে পারমিতা যেন বেশিদিন টিকতে না পারে, সেটা নিশ্চিত করতে তনিমার সাথে হাত মেলায় রিয়া। শুরু হয় পারমিতাকে হারানোর নানান ষড়যন্ত্র। পারমিতা কি পারবে সব বাঁধা ডিঙিয়ে পরের রাউন্ডে যেতে?

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি এই নাটকে রয়েছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীগণ। আশিস রায় পরিচালনায় নাটকটিতে একঝাঁক মেধাবী ও প্রতিশ্রুতিশীল নতুন মুখ যুক্ত হয়েছেন, যাদের মধ্যে আছেন তনুশ্রী কারকুন (পারমিতা), তনয় বিশ্বাস (ইরফান), কাজী কানিজ (রিয়া), শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, তিশা চেšধুরী, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, নাফিয়াত প্রমি, সাজ্জাদ হোসেন প্রমুখ। এ দীর্ঘ ধারাবাহিকের চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক এবং আফিফা মোহসিনা অরণি। সংলাপ রচনা করেছেন অলভী সরকার। নাটকটির লাইন প্রোডিওসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ।

প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত ০৯টা ৩০মিনিটে। আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে। এছাড়াও, দীপ্ত টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচারিত হবে ‘দেনা পাওনা’।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা‘

Update Time : ১২:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

এই সপ্তাহের কাহিনি সংক্ষেপ: রিয়েলিটি শো এর এক কঠিন চ্যালেঞ্জিং রাউন্ডে সেরা পার্ফরমার হয় পারমিতা। হয়ে ওঠে তনিমার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী। সৌরভ, নিঝুম আর পারমিতার মধ্যে সুন্দর এক বন্ধুত্বের স্মৃষ্টি হয়। এই শো তে পারমিতা যেন বেশিদিন টিকতে না পারে, সেটা নিশ্চিত করতে তনিমার সাথে হাত মেলায় রিয়া। শুরু হয় পারমিতাকে হারানোর নানান ষড়যন্ত্র। পারমিতা কি পারবে সব বাঁধা ডিঙিয়ে পরের রাউন্ডে যেতে?

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি এই নাটকে রয়েছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান চুমকি, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীগণ। আশিস রায় পরিচালনায় নাটকটিতে একঝাঁক মেধাবী ও প্রতিশ্রুতিশীল নতুন মুখ যুক্ত হয়েছেন, যাদের মধ্যে আছেন তনুশ্রী কারকুন (পারমিতা), তনয় বিশ্বাস (ইরফান), কাজী কানিজ (রিয়া), শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, তিশা চেšধুরী, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, নাফিয়াত প্রমি, সাজ্জাদ হোসেন প্রমুখ। এ দীর্ঘ ধারাবাহিকের চিত্রনাট্য রচনা করেছেন আহমেদ খান হীরক এবং আফিফা মোহসিনা অরণি। সংলাপ রচনা করেছেন অলভী সরকার। নাটকটির লাইন প্রোডিওসার হিসেবে আছেন জাহিদুল ইসলাম জাহিদ।

প্রচারিত হচ্ছে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত ০৯টা ৩০মিনিটে। আরো দেখা যাবে দীপ্ত প্লে ও দীপ্ত ইউটিউব চ্যানেলে। এছাড়াও, দীপ্ত টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে প্রচারিত হবে ‘দেনা পাওনা’।