যশোরের পল্লীতে কিশোর গ্যাং-এর ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৪৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। সে যশোরের অভয়নগর উপজেলার গরুহাট এলাকার মুজিবুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নওয়াপাড়া নূরবাগ রেলক্রসিং এলাকায় পৌছালে রেলক্রসিং বস্তি এলাকার কিশোর গ্যাং-এর সদস্য ওহিদুল (১৮) ও শাহীন (২০) নামে ২ জন তাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে।এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে শাহিন পালিয়ে যায় ও জনতা ওহিদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা আহত রবিউলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুঃ রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, মাদক ব্যাবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ ইমাদুল করিম বলেন, ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে, কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে বং জড়িতদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।