চড়ামূল্যে সার বিক্রি রশিদ প্রদান না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় মেহেরপুরের দুই সার ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার সদর উপজেলার থানারোড ও উপজেলা গেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযুক্ত দুটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে ৬৫ হাজার টাকা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক অধিক দামে সার বিক্রয়ের অভিযোগে থানা রোডে মেসার্স হোসেন ট্রেডার্স নামক সার কীটনাশক বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় চড়া দামে সার বিক্রির প্রমান পাওয়া ছাড়াও সার ক্রয় বিক্রয়ের পাকা রশিদ না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক কাশেম আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, উপজেলা গেটের সামনে মেসার্স শাহাবুদ্দিন খান এন্ড ব্রাদার্স নামক বিএডিসি সারের দোকানে অভিযান চালানো হয়। এসময় চড়া দামে সার বিক্রি, সার বিক্রয়ের স্টক রেজিস্টার ও ভাউচারে টিএসপি সারের গড়মিল পাওয়া যায়। প্রতিষ্ঠানটির মালিক চড়া দামে সার বিক্রির কথা স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ও ৪৫ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তামিম খান এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।