বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা অফিসের সভাকক্ষে ১৮ই নভেম্বর সোমবার সকাল ৯টায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি সদস্য এবং পিএফজি আ্যাম্বাসেডর মো: গিয়াস উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে,এবং পিএফজি সদস্য মাস্টার মো: শাহ আলম এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আওয়ামী লীগ নেতা মোঃ মোসলেম উদ্দিন,বিএনপি আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক হোসেন সামাদ, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এইচ এম শাহ আলম, থানা বিএনপি যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, বিএনপি নেতা রুহুল আমিন, থানা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসী হ্যাপি, পৌর মহিলা দলের সভাপতি মুক্তা খানম মাহমুদা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, সুখরঞ্জন হালদার, জাতীয় পার্টি নেতা মাসুদ রেজা, ওয়ার্কাস পার্টি নেতা আবুল কালাম খান, জাসদ সাধারণ সম্পাদক মো: রুবেল খান, প্রেস ক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাংবাদিক মইনুল হোসেন,,ফজলুল হক খোকন,এম পলাশ শরীফ,শেফালী আক্তার রাখি, পিএফজি কো-অর্ডিনেটর এম কে আজিজ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।
সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার মত প্রকাশ করেন। মোড়েলগঞ্জ উপজেলায় আন্ত:ধর্মীয় সংলাপ, পিচ ইভেন্ট ও দিবস উদযাপন সহ রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে উপজেলার সকল জনগণকে সাথে নিয়ে আগামীতে কাজ করার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন পদ্ধতি হাতে নেওয়া হয়।