‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী ও ফেলন ফসল আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃুষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। এসময় ৯ হাজার ৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, পটুয়াখালী এর উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, পটুয়াখালী এর অতিরিক্ত উপপরিচালক এইচএম শামীম।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ওসি তদন্ত মো. জয়নাল আবেদীন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন ও নাহিদ হাসান।
এছাড়াও সরকারি কর্মকর্তা, কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।