নবাগত জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতারের আগমন উপলক্ষে রাজশাহীর তানোরে সুধীজন ও রাজনৈতিক নেতা এবং উপজেলা কর্মকর্তা দের সাথে মতবিনিময় সভা করেন। মঙ্গলবার সকালের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে, সম্মেলন কক্ষে ও নয়া নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব শেখ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম,টিএইচও বার্নাবাস হাসদা,থানার ওসি মিজানুর রহমান , উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, মাধ্যমিক অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকৌশল সাইদুর রহমান, মহিলা বিষয়ক অফিসার ফজলুর রহমান, সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী। অতিথি হিসেবে ছিলেন, সাবেক বিএনপি নেতা ওমর আলী, পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক মাওলানা আবুল কাশেম, সম্পাদক ফিরোজ কবির, জামায়াত নেতা আনিসুর রহমান, কাজী মিজানুর রহমান, আফজাল হোসেন, সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন, কামরুজ্জামান হেনা, পাচন্দর ইউপি বিএনপির সভাপতি প্রভাষক মজিবুর রহমান, কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি প্রভাষক জাহিদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি আইয়ুব আলী, সহসভাপতি মিজানুর রহমান , সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, ইয়াসিন আলী, সাবেক কৃষক দলের আহবায়ক আব্দুর রশিদ, সাবেক ছাত্র দলের সম্পাদক প্রধান শিক্ষক সুলতান আহমেদ, সাবেক ছাত্র দলের নেতা এমএ মালেক মন্ডল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক নুর হাসান মাহমুদ রাজা, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুর মোল্লা, পৌর কৃষক দলের সাবেক আহবায়ক আনারুল ইসলাম, সাবেক সদস্য সচিব আফজাল হোসেন প্রমুখ। বক্তারা জানান, এউপজেলায় আলু চাষ হয় ব্যাপক হারে। এই মৌসুমে বীজ আলু ও সার নিয়ে মহা সিন্ডিকেট চলছে। প্রান্তিক কৃষকরা ন্যায্য মূল্যে বীজ সার পাচ্ছে না।
ফ্যাসিষ্ট মাফিয়া হাসিনা পালিয়ে গেলেও তার দোসর”রা সরকারকে বেকায়দায় ফেলতে নানা মূখী ষড়যন্ত্র করছে। প্রতিনিয়তই ব্র্যাকের বীজ আলু সার পাচার হচ্ছে। উপজেলায় কত হেক্টর জমিতে আলু চাষ হবে, কি পরিমান বীজ সারের প্রয়োজন তা কৃষি অফিস থেকে দেখভালের কথা। কিন্তু সবাই গা-ছাড়া হয়ে বসে আছেন। ভোর থেকে লাইনে দাড়িয়ে থেকে বিকেলে ব্র্যাকের এক বস্তা আলুর বীজ পাচ্ছে প্রান্তিক কৃষকরা । এটা লজ্জাজনক বিষয়। কেনই বা কৃষি অফিস আগে থেকে প্রস্তুত না। ব্র্যাকের বীজ ডিলার সহ কয়েকজন মিলে সিন্ডিকেট করছেন। পুলিশ সেনাবাহিনী দাড়িয়ে থেকে বীজ বিতরণ করছে। এটা কোন ধরনের কথা। অথচ প্রতি রাতেই বীজ, সার পাচার করে আসছে। অবস্থাটা দেখে মনে হচ্ছে কোন প্রশাসন বা দেখার কেউ নাই। এভাবে চলতে পারে না। দ্রুত সময়ের মধ্যে এসব সিন্ডিকেট চক্র কে আইনের আওতায় আনতে হবে। আবার ভূমি অফিসে অধিক টাকা দিলেই নামজারি হয়। না দিলে হয় না। দালাল ছাড়া কোন কাজ হয় না।
রাজনৈতিক নেতা ও সূধীজনদের এসব বক্তব্য শুনে প্রধান অতিথি ডিসি অফিয়া আখতার বলেন, বিগত সময়ে যে সিন্ডিকেট গড়ে উঠেছে সেটা ভাঙ্গতে একটু সময় লাগবে। যারা বীজ মজুদ বা সার মজুদ করে বাড়তি দাম নিবে সাথে সাথে অবহিত করতে হবে। সে যত বড়ই সিন্ডিকেট হোক কোন ছাড় দেয়া হবে না। সবকিছু সংস্কার করার আগে নিজের মনের বিবেকের সংস্কার করতে হবে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী ও বিএনপি জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে ডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।