সবাই মিলে প্লাস্টিক দূষণ রোধ, বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি এই প্রতিপাদ্যে মেহেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোজাফফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম, মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক নাসরিন সুলতানা।
জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ উপাধ্যক্ষ মোঃ শামসুর রহমানের সঞ্চালনে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক রাশেদুল হাসান, পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী শামিম উদ্দিন ও অফিস সহকারি রোকনুজ্জামান প্রমুখ।