দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুরে মনোমুগ্ধ এলাকায় চিকিৎসা সেবায় এগিয়ে থাউজেন্ট ডেইস ডট লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্প থেকে মাত্র ২০০ মিটার উত্তরে রাজারামপুর গ্রামে বেসরকারিভাবে থাউজেন্ট ডেইস ডট লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ অবস্থিত। হাসপাতালটি ২০২৩ ইং সালে প্রতিষ্ঠা করেন মরহুম আব্দুস সামাদ চৌধুরী। তিনি বেঁচে থাকাকালীন তার স্বপ্ন ছিল এই এলাকায় একটি মানব সেবার জন্য হাসপাতাল তৈরির পরিকল্পনা। তিনি মনে করেছিলেন এই এলাকায় গরিব অসহায় খেটে খাওয়া মানুষগুলি স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে আছে। সেই কারণে এই হাসাপাতালটি তৈরি করার পরিকল্পনা করেন। হাসাপাতালটি উদ্বোধন হওয়ার পর থেকে গর্ভবতী মায়েরা বাচ্চা প্রসব করতে বা স্বামীর চিকিৎসা নিতে দিনাজপুর অথবা পার্বতীপুর মিশনে ও অন্যান্য স্থানে ক্লিনিকগুলিতে যেতে হত। এতে যেমন অর্থনৈতিক অপচয়, দূরত্ব, অর্থনৈতিক ব্যয়, রুগীর নিরাপত্তা সহ নানা বিষয়ে রুগীর অভিভাবকদেরকে দুশ্চিন্তায় ফেলে দেয়। এসব চিন্তা করে মরহুম আব্দুস সামাদ চৌধুরী থাউজেন্ট ডেইস ডট লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ হাসপাতালটি স্থাপন করেন।
গত ১১ জুন ২০২৩ইং সালে হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টর সেভেন্ডসেন। এই হাসপাতালে রেগুলার এবং ইরেগুলার সহ মোট ২৯ জন ডাক্তার, নার্স কাজ করছেন। ২০২৩ সালে হাসাপাতালটি উদ্বোধনীর দিন থেকে গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারী এবং সিজার হয়েছে মোট ৮০৩ জনের। এখানে আউটডোরে প্রতিদিন রুগীরা চিকিৎসা নিয়েছেন ১১ হাজার ৯শত ৯৩ জন। চলতি বছর হাসাপাতালটি পার্বতীপুর-ফুলবাড়ী-নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ফ্রি ক্যাম্পেইন করেছেন ১৫টি। এখানে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ২ হাজারেরও বেশি রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।
এখানে দিন-রাত স্বল্প খরচে রোগীরা চিকিৎসা পাচ্ছেন। স্বল্প খরচে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের এখানে এ্যাপেন্ডিন্স সাইট, গল ব্লাডার, হার্নিয়া, হাইড্রোসিল, পাইলস্ সহ জেনারেল সার্জারী করা হচ্ছে। হাসপাতালটিতে কর্মকর্তা, কর্মচারী নার্সরা সার্বক্ষনিক রোগীদেরকে সেবা দিয়ে আসছে। থাউজেন্ট ডেইস ডট লাইফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিঃ এর ন্যাশনাল ডাইরেক্টর অফ ডেভেলপমেন্ট এর দায়িত্বে নিয়োজিত বিশিষ্ট সমাজসেবক মরহুম আব্দুস সামাদ চৌধুরীর পুত্র মোহাম্মদ রনি চৌধুরী সজল জানান, আমার পিতার বহুদিনের স্বপ্ন এই এলাকায় একটি বেসরকারি হাসপাতাল তৈরি করবেন। অবশেষে পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।
এই এলাকায় চিকিৎসা ব্যবস্থা না থাকায় হাসাপাতালটি হওয়ায় দিনাজপুর জেলা সহ বিভিন্ন উপজেলা থেকে গরিব অসহায় মানুষেরা চিকিৎসা সেবা নিতে আসছেন। বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে নরমাল ডেলিভারী এবং সিজার করা হচ্ছে। হাসপাতালটিতে উন্নত মানের অপারেশন থিয়েটার সহ রোগীদের আবাস বেড গুলি অত্যন্ত উন্নতমানের। এখানে উন্নত চিকিৎসক ও নার্স সার্বক্ষনিক সেবা দিয়ে আসছেন। ভবিষ্যতে হাসপাতালটি আরো উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।