Dhaka ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে চলতি মৌসুমে সার সংকট

কাগজ কলমে সারের সংকট না থাকলেও মেহেরপুরে সর্বত্র চলছে সার সংকট। ডিলার বা সাব ডিলার পর্যায়ে সার সংকট থাকলেও খোলা বাজারে সার পাওয়া যাচ্ছে চড়া মূল্যে। অধিক মূল্যে সার কিনে আবাদ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন চাষিরা। তাছাড়াও উৎপাদন খরচ হচ্ছে বেশি। কৃষি বিভাগ বাজারে সার সংকট নেই বলে দাবী করলেও বাস্তবের সাথে মিল নেই। তবে চড়া মূল্যে সার বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ^াস দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রাপ্ত তথ্যমতে, মেহেরপুর সদরের জন্য ৬২৪ মেঃটঃ টিএসপি, ৫৭৬.৩০ মেঃটঃ এমওপি, মুজিবনগরে ৩৪২ মেঃটঃ টিএসপি, ৩০৪ মেঃটঃ এমওপি এবং গাংনী উপজেলার জন্য ৬০১ মেঃটঃ টিএসপি ও ৬৩৭ মেঃটঃ এমওপি সার বরাদ্দ দেয়া হয় বিএডিসির ডিলারদের অনুকুলে। চলতি অক্টোবর ও নভেম্বর মাসে বিএডিসির ডিলারদের প্রত্যেককে ১৬.২৫ মেঃটঃ টিএসপি ও ১৭.২০ মেঃ টঃ এমওপি সার বরাদ্দ আসে। শুধু গাংনীর একজন ডিলারের অনুকূলে ৩২.৫০ মেঃটঃ টিএসপি ও ৩৪.৪০ মেঃটঃ এমওপি সার বরাদ্দ দেয়া হয়। একই সংখ্যক ডিলার ও তাদের অনুকুলে একই পরিমান সার বরাদ্দ দেয়া হয়।

ডিলারদের কাছে যে সার বরাদ্দ দেয়া হয়েছে তা উপজেলার চাষিদের জন্য পর্যাপ্ত নয়। তাই ভোক্তা পর্যায়ে সে সার সংকট দেখা দিয়েছে। চাষিরা ডিলার ও সাব ডিলারদের কাছ থেকে স্বল্প সার পাচ্ছেন। বাকিটা বাইরে খুচরা বিক্রেতাদের কাছ থেকে নিতে হচ্ছে চড়া মূল্যে। শুধু খুচরা বিক্রেতা নয়, ডিলারদের অনেকেই চড়া দামে সার বিক্রয় করছেন। ইতোমধ্যে ভেঅক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অীভযান চালিয়ে চার সার ব্যবসায়িকে জরিমানা করে। সেই সাথে সকল ব্যবসায়িকে সতর্ক করে।

ষোলটাকা ইউনিয়নের সার ডিলার শহিদুল ইসলাম সাহা জানান, তিনি যে সার বরাদ্দ পেয়েছেন তা নিয়মানিুযায়ি চাষিদেরকে দিচ্ছেন। তবে চাষিদের চাহিদা অনুযায়ি সরবরাহ স¤ভব হচ্ছে না। যাদের ৩ বস্তা দরকার তাদেরকে এক বস্তা দেয়া হচ্ছে। তা না হলে অন্যান্য চাষিরা বঞ্চিত হবেন। মটমুড়া ইউপির সার ডিলার নুরুল ইসলাম জানান, তিনি সার বরাদ্দ পাবার পরপরই চাষিরা সব সার নিয়ে গেছে। এখন দোকানে কোন সার নেই। চাহিদার তুলনায় সার বরাদ্দ দেয়া হয়েছে কম। নতুন করে চাহিদা দেয়া হয়েছে। বরাদ্দ আসলে চাষিরা সার পাবেন।

গাংনীর চেংগাড়া গ্রামের চাষি রাশিদুল জানান, তিনি এ মৌসুমে ৮ বিঘা জমিতে বিভিন্ন ধরনের খাদ্য শস্য আবাদ করছেন। প্রয়োজনের তুলনায় তিনি সার পাচ্ছেন না। আরো সার প্রয়োজন। কুঞ্জনগরের পেয়াজ ও গমচাষি রফিকুল ইসলাম জানান, সরকারী হিসেবে প্রতিবস্তা টিএসপি ১৩৫০ টাকা হলেও খুচরা বাজারে কিনতে হচ্ছে ১৬০০ টাকা দরে। একই অবস্থা এমওপি সারে। ১০০০ টাকা বস্তা দর হলেও বাজারে কিনতে হচ্ছে ১৩০০ টাকা বস্তা। দোকানে বিক্রির রশিদ চাইলে দোকানীরা সার দিতে চাচ্ছেন না। একই কথা জানালেন মেহেরপুর সদর উপজেলার কালিগাংনীর চাষি রবিউল ও তাহের।

কয়েকজন ডিলার জানান, চাষিরা প্রয়োজনের তুলনায় সার বেশি ব্যবহার করেন। অনেকেই সার কিনে মজুদ করেন ভবিষ্যতের জন্য। তাছাড়া অন্যান্যবার তামাক কোম্পানী তামাক চাষিদেরকে বিভিন্ন ধরনের সার দিলেও এবছর কোন সার দেয়নি। চাষিরা খাদ্য শস্য আবাদের সার তামাক চাষে ও মৎস্য চাষে ব্যবহার করছেন। তাই সারের কিছুটা সংকট দেখা দেয়। তবে চলতি মৌসুমে আরো সার বরাদ্দ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন তারা।

গাংনী উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন জানান, গাংনীতে সার সংকট নেই। চাহিদা অনুযায়ি সার বরাদ্দ এসেছে। চাষিরা প্রয়োজনের তুলনায় বেশি বেশি সার ব্যবহার করে। চাষিদেরকে সার অপচয় না করার পরামর্শ দেয়া হচ্ছে। তিনি আরো জানান, চড়া দামে কেউ যদি সার বিক্রি করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চড়া দামে সার বিক্রি স্টক রেজিস্টার না থাকা ও ক্রেতাদের রশিদ না দেয়ায় ইতোমধ্যে মেহেরপুরে দুই ডিলঅরকে জরিমানা করা হয়েছে। অভিযান চলছে। বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

মেহেরপুরে চলতি মৌসুমে সার সংকট

Update Time : ০৬:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

কাগজ কলমে সারের সংকট না থাকলেও মেহেরপুরে সর্বত্র চলছে সার সংকট। ডিলার বা সাব ডিলার পর্যায়ে সার সংকট থাকলেও খোলা বাজারে সার পাওয়া যাচ্ছে চড়া মূল্যে। অধিক মূল্যে সার কিনে আবাদ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন চাষিরা। তাছাড়াও উৎপাদন খরচ হচ্ছে বেশি। কৃষি বিভাগ বাজারে সার সংকট নেই বলে দাবী করলেও বাস্তবের সাথে মিল নেই। তবে চড়া মূল্যে সার বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ^াস দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রাপ্ত তথ্যমতে, মেহেরপুর সদরের জন্য ৬২৪ মেঃটঃ টিএসপি, ৫৭৬.৩০ মেঃটঃ এমওপি, মুজিবনগরে ৩৪২ মেঃটঃ টিএসপি, ৩০৪ মেঃটঃ এমওপি এবং গাংনী উপজেলার জন্য ৬০১ মেঃটঃ টিএসপি ও ৬৩৭ মেঃটঃ এমওপি সার বরাদ্দ দেয়া হয় বিএডিসির ডিলারদের অনুকুলে। চলতি অক্টোবর ও নভেম্বর মাসে বিএডিসির ডিলারদের প্রত্যেককে ১৬.২৫ মেঃটঃ টিএসপি ও ১৭.২০ মেঃ টঃ এমওপি সার বরাদ্দ আসে। শুধু গাংনীর একজন ডিলারের অনুকূলে ৩২.৫০ মেঃটঃ টিএসপি ও ৩৪.৪০ মেঃটঃ এমওপি সার বরাদ্দ দেয়া হয়। একই সংখ্যক ডিলার ও তাদের অনুকুলে একই পরিমান সার বরাদ্দ দেয়া হয়।

ডিলারদের কাছে যে সার বরাদ্দ দেয়া হয়েছে তা উপজেলার চাষিদের জন্য পর্যাপ্ত নয়। তাই ভোক্তা পর্যায়ে সে সার সংকট দেখা দিয়েছে। চাষিরা ডিলার ও সাব ডিলারদের কাছ থেকে স্বল্প সার পাচ্ছেন। বাকিটা বাইরে খুচরা বিক্রেতাদের কাছ থেকে নিতে হচ্ছে চড়া মূল্যে। শুধু খুচরা বিক্রেতা নয়, ডিলারদের অনেকেই চড়া দামে সার বিক্রয় করছেন। ইতোমধ্যে ভেঅক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অীভযান চালিয়ে চার সার ব্যবসায়িকে জরিমানা করে। সেই সাথে সকল ব্যবসায়িকে সতর্ক করে।

ষোলটাকা ইউনিয়নের সার ডিলার শহিদুল ইসলাম সাহা জানান, তিনি যে সার বরাদ্দ পেয়েছেন তা নিয়মানিুযায়ি চাষিদেরকে দিচ্ছেন। তবে চাষিদের চাহিদা অনুযায়ি সরবরাহ স¤ভব হচ্ছে না। যাদের ৩ বস্তা দরকার তাদেরকে এক বস্তা দেয়া হচ্ছে। তা না হলে অন্যান্য চাষিরা বঞ্চিত হবেন। মটমুড়া ইউপির সার ডিলার নুরুল ইসলাম জানান, তিনি সার বরাদ্দ পাবার পরপরই চাষিরা সব সার নিয়ে গেছে। এখন দোকানে কোন সার নেই। চাহিদার তুলনায় সার বরাদ্দ দেয়া হয়েছে কম। নতুন করে চাহিদা দেয়া হয়েছে। বরাদ্দ আসলে চাষিরা সার পাবেন।

গাংনীর চেংগাড়া গ্রামের চাষি রাশিদুল জানান, তিনি এ মৌসুমে ৮ বিঘা জমিতে বিভিন্ন ধরনের খাদ্য শস্য আবাদ করছেন। প্রয়োজনের তুলনায় তিনি সার পাচ্ছেন না। আরো সার প্রয়োজন। কুঞ্জনগরের পেয়াজ ও গমচাষি রফিকুল ইসলাম জানান, সরকারী হিসেবে প্রতিবস্তা টিএসপি ১৩৫০ টাকা হলেও খুচরা বাজারে কিনতে হচ্ছে ১৬০০ টাকা দরে। একই অবস্থা এমওপি সারে। ১০০০ টাকা বস্তা দর হলেও বাজারে কিনতে হচ্ছে ১৩০০ টাকা বস্তা। দোকানে বিক্রির রশিদ চাইলে দোকানীরা সার দিতে চাচ্ছেন না। একই কথা জানালেন মেহেরপুর সদর উপজেলার কালিগাংনীর চাষি রবিউল ও তাহের।

কয়েকজন ডিলার জানান, চাষিরা প্রয়োজনের তুলনায় সার বেশি ব্যবহার করেন। অনেকেই সার কিনে মজুদ করেন ভবিষ্যতের জন্য। তাছাড়া অন্যান্যবার তামাক কোম্পানী তামাক চাষিদেরকে বিভিন্ন ধরনের সার দিলেও এবছর কোন সার দেয়নি। চাষিরা খাদ্য শস্য আবাদের সার তামাক চাষে ও মৎস্য চাষে ব্যবহার করছেন। তাই সারের কিছুটা সংকট দেখা দেয়। তবে চলতি মৌসুমে আরো সার বরাদ্দ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন তারা।

গাংনী উপজেলা কৃষি অফিসার এমরান হোসেন জানান, গাংনীতে সার সংকট নেই। চাহিদা অনুযায়ি সার বরাদ্দ এসেছে। চাষিরা প্রয়োজনের তুলনায় বেশি বেশি সার ব্যবহার করে। চাষিদেরকে সার অপচয় না করার পরামর্শ দেয়া হচ্ছে। তিনি আরো জানান, চড়া দামে কেউ যদি সার বিক্রি করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চড়া দামে সার বিক্রি স্টক রেজিস্টার না থাকা ও ক্রেতাদের রশিদ না দেয়ায় ইতোমধ্যে মেহেরপুরে দুই ডিলঅরকে জরিমানা করা হয়েছে। অভিযান চলছে। বেশি দামে সার বিক্রির অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।