Dhaka ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে দুই পাইকারী বাজার নিয়ে উত্তেজনা, সড়ক অবরোধ

নীলফামারীর সৈয়দপুর শহরের বাইপাস সড়ক এলাকায় দুই পাইকারী সবজি বাজার নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সবজি বাজারের দুই পক্ষ একে অন্যের পাইকারী বাজার থেকে মালামালসহ ব্যবসায়ীকে ভাগিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে সৈয়দপুর পৌর পাইকারী সবজি বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখে।

সৈয়দপুর বাইপাস সড়ক এলাকায় সবজি বাজারের ব্যবসায়ীরা মহাসড়কে বেঞ্চ পেতে মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয়পাশে শত শত গাড়ি আটকা পড়ে। অবরোধকারী দাবি করে বাইপাস সড়কের ২০০ গজের মধ্যে গড়ে ওঠা বিসমিল্লাহ পাইকারী সবজি বাজারের ব্যবসায়ীরা তাঁদের সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বাঁধা সৃষ্টি করছে। পৌর সবজি বাজারের ব্যবসায়ীদের মালামালসহ ভাগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সৈয়দপুর পৌর পাইকারী সবজি ব্যজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, একই এলাকায় দুটি পাইকারী বাজার গড়ে ওঠা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। বিসমিল্লাহ পাইকারী সবজি বাজারের লোকেরা আমাদের ব্যবসা পরিচালনায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ব্যবসায়ীদের বাঁধা দিচ্ছে। এতে ব্যবসায়ীকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে কোনো সময় রক্ষক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে জানান তিনি।

অপরদিকে বিসমিল্লাহ পাইকারী সবজি বাজারের সাধারণ সম্পাদক মো. লাড্ডান বলেন, পৌর পাইকারী সবজি ব্যজার ব্যবসায়ী সমিতি সড়ক অবরোধ করে আইন হাতে তুলে নিয়েছে। তাঁরা আমাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমরা কোনো ব্যবসায়ীকে ভাগিয়ে নেয়নি। বরং তাঁরাই প্রতিনিয়ত এ কাজ করছেন। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

পরে বেলা সাড়ে ১২টার দিকে প্রায় আড়াই ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং উত্তেজনা নিরসনে ভূমিকা রাখেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।
ইউএনও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে দুপক্ষকে বসিয়ে সমাধান করা হবে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সৈয়দপুরে দুই পাইকারী বাজার নিয়ে উত্তেজনা, সড়ক অবরোধ

Update Time : ০৩:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

নীলফামারীর সৈয়দপুর শহরের বাইপাস সড়ক এলাকায় দুই পাইকারী সবজি বাজার নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সবজি বাজারের দুই পক্ষ একে অন্যের পাইকারী বাজার থেকে মালামালসহ ব্যবসায়ীকে ভাগিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগ তুলে সৈয়দপুর পৌর পাইকারী সবজি বাজারের ব্যবসায়ীরা মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখে।

সৈয়দপুর বাইপাস সড়ক এলাকায় সবজি বাজারের ব্যবসায়ীরা মহাসড়কে বেঞ্চ পেতে মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয়পাশে শত শত গাড়ি আটকা পড়ে। অবরোধকারী দাবি করে বাইপাস সড়কের ২০০ গজের মধ্যে গড়ে ওঠা বিসমিল্লাহ পাইকারী সবজি বাজারের ব্যবসায়ীরা তাঁদের সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় বাঁধা সৃষ্টি করছে। পৌর সবজি বাজারের ব্যবসায়ীদের মালামালসহ ভাগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

সৈয়দপুর পৌর পাইকারী সবজি ব্যজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, একই এলাকায় দুটি পাইকারী বাজার গড়ে ওঠা কোনোভাবেই মেনে নেওয়া যায়না। বিসমিল্লাহ পাইকারী সবজি বাজারের লোকেরা আমাদের ব্যবসা পরিচালনায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ব্যবসায়ীদের বাঁধা দিচ্ছে। এতে ব্যবসায়ীকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে কোনো সময় রক্ষক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বলে জানান তিনি।

অপরদিকে বিসমিল্লাহ পাইকারী সবজি বাজারের সাধারণ সম্পাদক মো. লাড্ডান বলেন, পৌর পাইকারী সবজি ব্যজার ব্যবসায়ী সমিতি সড়ক অবরোধ করে আইন হাতে তুলে নিয়েছে। তাঁরা আমাদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। আমরা কোনো ব্যবসায়ীকে ভাগিয়ে নেয়নি। বরং তাঁরাই প্রতিনিয়ত এ কাজ করছেন। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

পরে বেলা সাড়ে ১২টার দিকে প্রায় আড়াই ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং উত্তেজনা নিরসনে ভূমিকা রাখেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী মধ্যস্থতায় অবরোধ তুলে নেওয়া হয়।
ইউএনও জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে দুপক্ষকে বসিয়ে সমাধান করা হবে বলে জানান তিনি।