পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌর শাখার উদ্যোগে কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে বুধবার বিকেল ৪টায় ২নং ওয়ার্ড শাখার আয়োজনে এ সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ২নং ওয়ার্ড কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি মো. শফিকুল হক পনিরের সভাপতিত্বে সাংগঠনিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান কাজল তালুকদার, মো. তারেক আনাম সুমন, পৌর যুবদলের সদস্য সচিব মো. নাসির উদ্দিন আহমেদ রতন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, পৌর শ্রমিকদলের সভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা মিন্টু, কলাপাড়া পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক মো. মুশফিকুর রহমান লিটু, মো. আল-আমিন হাওলাদার, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. শোয়েবুর রহমান শোয়েব, পৌর যুবদলের সদস্য মো. জানিব।
সভায় আরো উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইমরান বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মো. নুরে এলাহী, পৌর কৃষক দলের সভাপতি মো. জসিম উদ্দিন মল্লিক, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. আসাদুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. ফোরকান মিয়া। এ সাংগঠনিক সমাবেশ সঞ্চালনা করেন কলাপাড়া পৌর বিএনপির ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আরিফ শিকদার ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক গাজী মো. রুহুল আমিন প্রমুখ, সমাবেশে ২নং ওয়ার্ডের শতশত নারী পুরুষ অংশগ্রহণ করেন।