বয়স লুকিয়ে আওয়ামী ফ্যাসিবাদের প্রভাব খাটিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা আকন্দপাড়া দাখিল মাদরাসায় আব্দুল কাদের মন্ডল নামে এক ব্যাক্তি পিয়ন পদে অতিরিক্ত ১২ বছরধরে চাকুরি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাদের মন্ডল ও মাদরাসা কর্তৃপক্ষ পড়েছেন বিপাকে।প্রতিষ্টানের সভাপতি নিজের সভাপতির পদ ঠিক রাখতে তিনি জেনেও না জানার ভানে অন্যায় ভাবে বিল/বেতন প্রদান করছেন। পিয়ন/পরিচ্ছন্ন কর্মী কাদের মন্ডল (৭২) উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মৃত বক্তার মন্ডলেন ছেলে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয় পত্র (এনআইডি) মোতাবেক পিয়ন কাদের মন্ডলের জন্ম তারিখ ১৯৫২ সালের ২৬ মার্চ। তার ভোটার নম্বর ৩২০০৭৩৯৯৯৫৭০। এনআইডি মোতাবেক কাদের মন্ডলের ছোট ভাই গণি মন্ডলের জন্ম তারিখ ১৯৬৯ সালের ১০ এপ্রিল এবং ভোটার নম্বর ৩২০০৭৩৯৯৮৬৬২।এছাড়া কাদের মন্ডলের একমাত্র কন্যা মোছাঃ কাজভান বেগমের জন্ম তারিখ ১৯৭০ সালের ৪ নভেম্বর এবং ভোটার নম্বর ৩২০০৭৩৯৯৮৩৯। এনআইডি মোতাবেক পিয়ন কাদের মন্ডলের বর্তমান বয়স ৭২ বছর। সে হিসেবে ১২ বছর আগে অর্থাৎ ২০১২ সালে অবসর গ্রহণের কথা। কিন্তু তিনি অবসর গ্রহণ না করে ১২ বছর অতিরিক্ত চাকুরি করেছেন। কাদের মন্ডল ১৯৯০ সালের ১লা জানুয়ারি উক্ত মাদরাসায় পিয়ন পদে যোগদান করেন। এসময় তিনি তার দাখিলকৃত কাগজপত্রে জন্ম তারিখ দেখান ১৯৭৩ সালের ২৫ ডিসেম্বর। এতে এনআইডি মোতাবেক দেখা যায়, কাদের মন্ডল তার কন্যা কাজভান বেগমের ৩ বছর পর এবং ছোট ভাই গনি মন্ডলের জন্মের ৪ বছর পর তিনি জন্ম গ্রহণ করেন।
যাহোক চোঁখে ধুলো দিয়ে যদি তিনি এনআইডি সংশোধন করে ১৯৭৩ সাল জন্ম বহাল করতে পারেন তাহলে ২০৩৩ সাল পর্যন্ত চাকুরি করতে পারবেন।
মাদরাসা কর্তৃপক্ষ আরো জানায়, এনআইডি মোতাবেক ২০১২ সালে কাদের মন্ডলের চাকুরির মেয়াদ শেষ হলে তাকে অবসর গ্রহণ করতে বলা হয় নতুবা এনআইডি সংশোধন করতে বলা হয়। তারপর ১২ বছর থেকে তিনি এনআইডি সংশোধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এনআইডি সংশোধন করতে আপনজনদের এনআইডির কপি দেওয়া লাগে। এজন্য তার কোন কাজ হচ্ছে না। আর কাজ না হওয়ায় ১২ বছর অতিরিক্ত চাকুরি করায় বিল-বেতন হিসেবে ইতোমধ্যে সরকারি অর্থ ১৪ লক্ষ ৮৮ হাজার ৮২৪ টাকা বেশি উত্তোলন করেছেন।
এব্যাপারে কাদের মন্ডল বলেন, বয়সের সমস্যা সমাধানে বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে। তরে তার সমস্যার সমাধান হবে বলে আশাবাদী তিনি।
এব্যাপারে মাদরাসার সুপার মহসিন আলী জানান, ১৯৯৩ সালে তিনি যোগদান করেছেন। তার যোগদানের আগে কাদের মন্ডল যোগদান করেছেন। বর্তমানে কাদের বয়সের ভারে নূয়ে পড়েছেন। ঠিকমত দায়িত্ব পালন করতে পারছেন না। বিগত সরকারের আমলে কাদেরের মামা অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করায় চাপ প্রয়োগ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি ১২ বছর অতিরিক্ত চাকুরি করছেন। সুপার আরো বলেন, দীর্ঘ ১২ বছর থেকে তিনি এনআইডি সংশোধনের চেষ্টা চালাচ্ছেন। কিন্তু কোন কাজ হচ্ছেনা। কাদের ১২ বছর থেকে এনআইডি সংশোধনে বেশ কয়েকবার মাদরাসা কর্তৃপক্ষের নিকট আবেদন করে সময় নিয়েছেন। সর্বশেষ তিনি ২০২৪ সালের ১৩ এপ্রিল সময় চেয়ে শেষ আবেদন করেছেন। এ আবেদনে তিনি লিখেছেন এবারে এনআইডি সংশোধন করতে না পারলে নিজেই পদত্যাগ বা অবসর গ্রহণ করবেন। কিন্তু তার দেওয়া সময় পেরিয়ে গেছে। পদত্যাগ বা অবসর গ্রহণ একটাও করেননি। বর্তমানে আব্দুল কাদের মন্ডল যে প্রত্যয়ন দিয়ে চাকুরি করছেন তাতে তার একমাত্র কন্যার চেয়ে তিনি বয়সে তিন বছরের ছোট।
মাদরাসার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কাদের মন্ডল সঠিক বয়স লুকিয়ে চাকুরি নেওয়া ঠিক করেন নি। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপযুক্ত কাগজপত্র দাখিল করতে না পারায় কাদের মন্ডলের এনআইডি সংশোধনের আবেদন দুই বার বাতিল করা হয়েছে। তৃতীয় বার তার আবেদন রয়েছে ঢাকা অফিসে।