কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চের এক জনসভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন l
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার প্রতি বাংলাদেশের প্রায় ৫০ টি রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা সহমত পোষণ করেছেন l তিনি দৃঢ়তার সাথে বলেন, আগামী নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করেই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করা হবে l
৩১ দফার প্রস্তাবিত সংস্কার শুধু বিএনপি’র একার সংস্কার প্রস্তাব নয়, পুরনো ৪২ টি দল এর সাথে আরো নতুন দল যুক্ত হয়ে প্রায় ৫০ টি দল মিলে এ সংস্কার প্রস্তাবের কাজ চলছে lঅন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত হবে, সেই সংস্কারগুলো অতি দ্রুত করে নির্বাচনের দিকে যেতে হবে l
গত ১৭ বছরে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে। এতো ত্যাগের পর বিএনপি এখন একটি পরিপক্ক রাজনৈতিক দলে রুপান্তর হয়েছে।আজ ২০ জানুয়ারি বুধবার উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে সকাল ১১ ঘটিকার জনসভায় সভাপতিত্ করেন,
উলিপুর উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিয়া l উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, চেয়ারপার্সনের ফরেন এ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির মহিলা দল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।