Dhaka ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে একজনকে হত্যা

পার নওগাঁর সুলতানপুর মহল্লায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বাড়ির পাশের একটি জমি নিয়ে দ্বদ্বের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২০ নভেম্বর) সকালে হত্যাকান্ডের এ ঘটনাটি  ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা বলেন, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী আবদুল মান্নানের সাথে প্রতিবেশি নজরুলের দীর্ঘ দিনের দ্বদ্ব ফ্যাসাদ চলে আসছিল। বুধবার সকালে  আবদুল মান্নান প্রতিবেশি নজরুলের রোপন করা কয়েকটি আমগাছ কেটে নেয়। এনিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল  ঝগড়া-বিবাদ বেঁধে যায়। এরই একপর্যায়ে আবদুল  মান্নান ধারালো ছুড়ি-বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যায়।

নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, দ্বন্দ্বের জেরে আবদুল  মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই আমার ভাই নজরুল ইসলামকে হত্যার হুমকি দিতো। সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিত ভাবে ঝগড়ায় জড়িয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন তিনি।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুল মান্নান, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

নওগাঁয় প্রকাশ্যে কুপিয়ে একজনকে হত্যা

Update Time : ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

পার নওগাঁর সুলতানপুর মহল্লায় এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বাড়ির পাশের একটি জমি নিয়ে দ্বদ্বের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২০ নভেম্বর) সকালে হত্যাকান্ডের এ ঘটনাটি  ঘটে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা বলেন, বাড়ির পাশে একটি জমির সীমানা নিয়ে প্রতিবেশী আবদুল মান্নানের সাথে প্রতিবেশি নজরুলের দীর্ঘ দিনের দ্বদ্ব ফ্যাসাদ চলে আসছিল। বুধবার সকালে  আবদুল মান্নান প্রতিবেশি নজরুলের রোপন করা কয়েকটি আমগাছ কেটে নেয়। এনিয়ে দুই পরিবারের মধ্যে তুমুল  ঝগড়া-বিবাদ বেঁধে যায়। এরই একপর্যায়ে আবদুল  মান্নান ধারালো ছুড়ি-বটি দিয়ে নজরুলকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নজরুল মারা যায়।

নিহত নজরুলের বোন আঞ্জুয়ারা অভিযোগ করে বলেন, দ্বন্দ্বের জেরে আবদুল  মান্নান ও তার পরিবারের লোকজন প্রায়ই আমার ভাই নজরুল ইসলামকে হত্যার হুমকি দিতো। সেই উদ্দেশ্য থেকে তারা পরিকল্পিত ভাবে ঝগড়ায় জড়িয়ে হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন তিনি।

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুল মান্নান, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যার ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।