প্রাইভেট পড়ে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নেহাল খান (২০) নামে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে সৈয়দপুর শহরের বাইপাস সড়কের ধলাগাছ মোড় এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর- নীলফামারী সড়কে নেহাল খানসহ ৩ জন আরোহী মোটরসাইকেলে বাইপাস সড়কে চলাচলের সময় একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নেহাল খান সহ ৩ জন গুরুতর আহন হয়। পরে আহতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক নেহাল খান কে মৃত বলে ঘোষণা দেন । নিহত নেহাল খান সৈয়দপুর শহরের নয়া বাজার এলাকার মিনহাজ উদ্দিনের বড় ছেলে বলে জানা গেছে।
নিহতের সহপাঠী আব্দুর রউফ জানান, প্রতিদিনের মতো মোটরসাইকেল যোগে তিন বন্ধু প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন। এসময় ট্রাকের সাথে ধাক্কা লেগে দুঘটনাটি ঘটে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নেহাল খান শহরের সানফ্লাওয়ার স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।