৭ দফা দাবিতে সমাবেশ করেছেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের সদস্যরা। দাবি আদায় না হলে ৩০ নভেম্বর সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।
আজ ২৩ নভেম্বর শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অটোচালকদের সমাবেশ এই ঘোষণা দিয়েছেন তারা।
সমাবেশে নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করা, বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারিচালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন করাসহ ৭ দফা দাবি জানান সংগঠনের নেতারা।
এছাড়া ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাচালকসহ নিহত-আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবিও করেন তারা।সমাবেশে ৭ দিনের মধ্যে নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়। এক সপ্তাহের মধ্যে দাবি আদায় না হলে ৩০ নভেম্বর সারাদেশে সমাবেশের ঘোষণা দেন সংগঠনের নেতারা।