কুষ্টিয়ার দৌলতপুরে নেশার টাকা যোগাড় করতে মাদকাসক্ত যুবক সাজেদুল লস্করের (৩২) লাঠির আঘাতে বংশীয় চাচাতো ভাই মাছ ব্যবসায়ী আপেল লস্কর (৫৮) নিহত হয়েছেন।
২৩ নভেম্বর শনিবার সকাল ৬টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্করপাড়া গ্রামে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা ঘাতক সাজেদুল লস্করকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত আপেল লস্কর সোনাইকুন্ডি লস্করপাড়া গ্রামের মৃত আমজাদ লস্করের ছেলে ও আটক সাজেদুল লস্কর একই এলাকার মৃত রেজওয়ান লস্করের ছেলে।
পুলিশ ও স্থানীয়ারা জানায়, শনিবার ভোরে মাছ ব্যবসায়ী আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারা আড়তে ইলিশ মাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় বাঘা বিশ্বাসের বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাদকাসক্ত সাজেদুল লস্কর পেছন থেকে লাঠি দিয়ে আপেল লস্করেরর মাথায় পর পর ৩টি আঘাত করে। লাঠির আঘাতে আপেল লস্কর মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘাতক সাজেদুল লস্কর টাকা না নিয়ে অবস্থা বে-গতিক দেখে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে এবং ঘাতক সাজেদুল লস্করকে পুলিশ হেফাজতে নেয়।
মাছ ব্যবসায়ী হত্যার ঘটনায় দৌলতপুর থানার ওসি শেখ আওয়াল কবীর জানান, বংশীয় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আপেল লস্কর মাছ ব্যবসায়ী ছিলেন। মাছ কিনতে যাওয়ার সময় মাদকাসক্ত সাজেদুল নেশার টাকা ম্যানেজ করতে আপেল লস্করকে হত্যা করেছে বলে তিনি উল্লেখ করেন।