বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে ফজর শেখ (৬২) নামে এক কৃষক মারা গেছেন। উপজেলার লালচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজর শেখ বাহিরদিয়া মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামের মৃত কাশেম শেখের ছেলে। এ ব্যাপারে নিহতের ছেলে ফরিদ শেখ শুক্রবার রাতে নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর কবির জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ফজর আলী নিজের মৎস্য ঘের থেকে বসত বাড়ি ফেরার পথে পা পিছলে ঘেরে দেওয়া বৈদ্যুতিক তারের উপর পড়েন। এতে তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।