ব্যাটারিচালিত রিকশাচালকরা রাজধানীর বিভিন্ন সড়কে কয়েক দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
আজ রবিবার সকাল থেকে এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন তারা। আজ সকাল ১০টা থেকে ঢাকার যাত্রাবাড়ী, শাহবাগ, প্রেসক্লাব, সায়েন্সল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুরসহ বেশ কয়েকটি স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
ব্যাটারিচালিত রিকশা চালুসহ ১২ দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চালকরা গণঅবস্থান নেন। এতে পল্টন ও হাইকোর্ট মোড় এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে অটোরিকশা চালকদের আন্দোলনের কারণে । এতে ভোগান্তির শিকার হচ্ছেন অনেক মানুষ। অফিস ও জরুরি কাজে যারা বের হয়েছেন তাদের অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পর দিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।