সুন্দরগঞ্জে চাকুরি জাতীয় করনের দাবীতে গত ২৪নভেম্ব/২৪২য় দফায় আ-মরণ অনশন শুরু করেছে।সুন্দরগঞ্জ উপজেলা নকল নবীশ সমিতির সভাপতি মোজাম্মেল হক জানানঃ আমরা নকল নবীশগণ গত ২০ অক্টোম্ববর/২৪হতে ২৩ নভেম্ববর২৪পযন্ত জাতীয় প্রেসক্লাবে আমাদের কে চাকুরী জাতীয় করনের দাবীতে আনন্দোলন করি। এ আনন্দোলন চলাকালীনে দাবী মেনে নেয়ার জন্য মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল, ও আইজি আর মহোদ্বয় মৌখিক ভাবে আশ্বস্ত করেন।কিন্ত লিখিত ভাবে কোন স্বীকৃর্তি দেয়ার কারণে গত ২৪নভেম্ববর হতে সারাদেশ ব্যাপী দাবী আদায় না হওয়া পযন্ত আ-মরণ অনশনে মিলিত হয়েছেন।কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বাংলাদেশ এক্সট্রা-মোহরার(নকল নবিস) এসোসিয়েশন সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি মোজাম্মেল হক ও সাংগঠনিক সম্পাদক এম সাইফুর রহমানের নেতৃত্বে ৪২ জন নকল নবিস এ আনন্দোলনে অংশ গ্রহন করেন।
উল্লেখ্য যে,নকল নবিসদের চলমান আনন্দোলনের কারনে সাধারন জনগন জাবেদা নকল প্রাপ্তিথেকে বঞ্চিত হচ্ছেন ও সে কারনে ভূমি রেজিষ্ট্রিশন ও খারিজ কার্য্য সম্পাদন করতে পারছেন না।
এ ব্যাপারে উপজেলা সাব-রেজিষ্ট্রার অহেদুর রহমান জানান,নকল নবিসদের আনন্দোলনের যৌক্তিকতা রয়েছে।