রাজশাহীর গোদাগাড়ীতে তিনদিন ব্যাপি গণগবেষণা ও তথ্য অধিকারের চর্চা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। রোববার(২৪ নভেম্বর) রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর আয়োজনে উপজেলা বিআরডিবি হলরুমে।
রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিরেত্ব প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মানিক।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফৌজিয়া আক্তার,জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়,দিঘরী রাজা পরিষদের উপদেষ্টা সুধরি চন্দ্র ওরাও ও সাংবাদিক জামিল আহমেদ। এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লিপি টুডু ও সুধা টপ্প্য। ক্যাম্পেইনটি সঞ্চালনা করেন নৃপেন্দ্রনাথ মাঝি।
বক্তারা বলেন,তথ্য অধিকার আইনের যথাযথ চর্চা করে জীবনমানের উন্নয়নের জন্য সকলকে উৎসাহিত করতে হবে এবং জ্ঞান ও কর্মতৎপরতা হল সবচেয়ে বড় সম্পদ, এ সম্পদের মালিক হতে পারলে সরকার কেন, কারো দিকেই তাকিয়ে থাকতে হবে না। আর এজন্যে সবচেয়ে টেকসই হাতিয়ার হল শিক্ষা। প্রশিক্ষণ কর্মশালাটি আগামী মঙ্গলবার মাঠ পর্যায়ে বাস্তব প্রশিক্ষণের মধ্য দিয়ে শেষ হবে।