বায়ুদূষণ বেড়েই চলেছে ঢাকায়। ঢাকার বাতাসকে আজ ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে । রাজধানী ঢাকা বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ।আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ৩২০ স্কোর, যা বাতাসের মানকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে নির্দেশ করে। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪১২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের ।
একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বসনিয়া হারজেগোভিনার সারাজেভো, যার স্কোর ৩০৫ আর ২১৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর। এ ছাড়া পঞ্চম স্থানে রয়েছে কিরগিজস্তানের বিশকেক, যার স্কোর ২০২।
তবে এদিন সকালে ঢাকার ৫ এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। ৪১২ একিউআই স্কোর নিয়ে ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে মহাখালীর আইসিডিডিআরবি এলাকায়। এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকা (৩৮০), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (৩৭৪), ঢাকাস্থ মার্কিন দূতাবাস এলাকা (৩৬০), আগাখান একাডেমী (৩৫৬)। একিউআই স্কোর ৩০১ এর বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা হয়।
তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।