লিভারপুল মোহামেদ সালাহর জোড়া গোলে সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-২ ব্যবধানে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে। এই জয়ে লিগ টেবিলে ৮ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করল আর্না স্লটের শিষ্যরা।
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে প্রতিপক্ষের মাঠে দোমিনিক সোবোসলাইয়ের গোলে পিছিয়ে পড়ার পর অ্যাডাম আর্মস্ট্রং ও মাতেউস ফের্নান্দেসের গোলে জয়ের আশা জাগায় সাউথ্যাম্পটন। তবে তাদের সেই আশা গুঁড়িয়ে দিলেন সালাহ।
এদিন ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। যদিও গোলটিতে পুরোপুরি দায় সাউথ্যাম্পটনের। গোলরক্ষকের পাস বক্সের মুখে পেয়ে ফের্নান্দেস প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে পড়ে বক্সের মধ্যেই পাস দেন ফ্লিনকে। এই ইংলিশ মিডফিল্ডার ক্লিয়ার করতে গিয়ে পুরোই তালগোল পাকান, বল তুলে দেন বক্সের মুখে সোবোসলাইয়ের পায়ে। এমন উপহার পেয়ে ভুল করেননি তিনি, জোরাল শটে বল জালে পাঠান হাঙ্গেরির এই মিডফিল্ডার।
বিরতির আগে টাইলার ডিবলিংকে লিভারপুল ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ফাউল বক্সের মধ্যে না বাইরে হয়েছে, সেটা নিয়ে সংশয় ছিল। টিভি রিপ্লেতে দেখেও মনে হয়, একটু বাইরে; তবে ভিএআরে পেনাল্টির সিদ্ধান্ত বহাল থাকে। অ্যাডাম আর্মস্ট্রংয়ের স্পট কিক অবশ্য ঠেকিয়ে দেন কেলেহার, তবে ফিরতি বল পেয়ে পাল্টা শটে আর ভুল করেননি ফরোয়ার্ড আর্মস্ট্রং।
দ্বিতীয়াধে সাউথ্যাম্পটন প্রতিপক্ষের একটি আক্রমণ রুখে দিয়ে প্রতি-আক্রমণে উঠে ৫৬তম মিনিটে এগিয়ে যায় । আর্মস্ট্রংয়ের পাস বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় প্লেসিং শটে প্রিমিয়ার লিগে প্রথম গোল করেন ২০ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার।
তবে ৬৫তম মিনিটে আবারও ভুল করে বসেন ম্যাককার্থি এবং সেই সুযোগে লিভারপুলকে সমতায় ফেরান সালাহ। মাঝমাঠ থেকে উড়িয়ে বক্সে থ্রু পাস বাড়ান রায়ান খাফেনবেখ, বলের গতি-প্রকৃতি ঠিকমতো না বোঝায় এগিয়ে আসার চেষ্টা করেও সময়মতো পারেননি গোলরক্ষক, ছুটে গিয়ে প্রথম ছোঁয়ায় তাকে পরাস্ত করেন মিশরের ফরোয়ার্ড।