Dhaka ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কন্যার চেয়ে পিতার বয়স ৩ বছর কম দেখিয়ে ৩৫ বছর চাকুরি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বয়স লুকিয়ে আব্দুল কাদের মন্ডল নামে এক ব্যক্তি পিয়ন পদে ৩৫ বছর চাকুরি করার ঘটনা ঘটেছে। এতে কাদের মন্ডলের বয়স তার কন্যার চেয়ে ৩ বছর কম দেখা গেছে। এবিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাদের মন্ডল (৭২) উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মৃত বক্তার মন্ডলের ছেলে। তিনি ধোপাডাঙ্গা আকন্দপাড়া আদর্শ দাখিল মাদরাসায় ১৯৯০ সালে পিয়ন পদে যোগদান করেন। যোগদানকালিনে অষ্টম শ্রেণি পাস প্রত্যয়নপত্রে জন্ম তারিখ দেখিয়েছেন ১৯৭৩ সালের ২৫ ডিসেম্বর । সেই মোতাবেক তার চাকুরি ২০৩৩ সাল পর্যন্ত চলমান। কখনো ভাবেননি জাতীয় পরিচয় পত্রে ( এনআইডি) দেওয়া সঠিক জন্ম তারিখ চাকুরি জীবনের কাল হবে। এখন এনআইডি সংশোধনের চেষ্টা করেও কাজ হচ্ছে না তার। কারণ এনআইডি সংশোধন করতে কাদেরের পুত্র-কন্যা, পিতা-মাতাসহ আপনজনের কাগজপত্র লাগে। এ ঘটনায় কাদের মন্ডল পড়েছেন বিপাকে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এনআইডি মোতাবেক পিয়ন কাদের মন্ডলের জন্ম তারিখ ১৯৫২ সালের ২৬ মার্চ। তার ভোটার নম্বর ৩২০০৭৩৯৯৯৫৭০। এনআইডি অনুযায়ি কাদের মন্ডলের একমাত্র কন্যা মোছাঃ কাজভান বেগমের জন্ম তারিখ ১৯৭০ সালের ৪ নভেম্বর যার ভোটার নম্বর ৩২০০৭৩৯৯৮৩৯। এনআইডি মোতাবেক কাদের মন্ডলের ছোট ভাই আব্দুল গণি মন্ডলের জন্ম তারিখ ১৯৬৯ সালের ১০ এপ্রিল যার ভোটার নম্বর ৩২০০৭৩৯৯৮৬৬২। পিয়ন কাদের মন্ডলের এনআইডি মোতাবেক বর্তমান বয়স ৭২ বছর। সে হিসেবে ১২ বছর আগে অর্থাৎ ২০১২ সালে তার অবসর গ্রহণের কথা। কিন্তু তিনি তা না করে ১২ বছর অতিরিক্ত চাকুরি করছেন। আর ১২ বছরে অতিরিক্ত সরকারি অর্থ উত্তোলন করেছেন ১৪ লক্ষ ৮৮ হাজার ৮২৪ টাকা।

এব্যাপারে মাদরাসার সুপার মহসিন আলী জানান, এনআইডি মোতাবেক ২০১২ সালে কাদের মন্ডলকে অবসর  গ্রহণ করতে বললে তিনি তা না করে বিগত সরকারের আমলে তার মামা হাবিবুর রহমান আকন্দ অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করায় তার চাপ প্রয়োগ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১২ বছর অতিরিক্ত চাকুরি করছেন।এব্যাপারে কাদের মন্ডল বলেন, বয়সের সমস্যা সমাধানে কয়েকবার চেষ্টা করা হয়েছে। এখনো সমাধান হয়নি। তবে আশাবাদী।

মাদরাসার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কাদের মন্ডল সঠিক বয়স লুকিয়ে চাকুরি নেওয়া ঠিক করেন নি। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপযুক্ত কাগজপত্র দাখিল করতে না পারায় কাদের মন্ডলের এনআইডি সংশোধনের আবেদন দুই বার বাতিল করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

সুন্দরগঞ্জে কন্যার চেয়ে পিতার বয়স ৩ বছর কম দেখিয়ে ৩৫ বছর চাকুরি

Update Time : ০৪:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে বয়স লুকিয়ে আব্দুল কাদের মন্ডল নামে এক ব্যক্তি পিয়ন পদে ৩৫ বছর চাকুরি করার ঘটনা ঘটেছে। এতে কাদের মন্ডলের বয়স তার কন্যার চেয়ে ৩ বছর কম দেখা গেছে। এবিষয় নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কাদের মন্ডল (৭২) উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মৃত বক্তার মন্ডলের ছেলে। তিনি ধোপাডাঙ্গা আকন্দপাড়া আদর্শ দাখিল মাদরাসায় ১৯৯০ সালে পিয়ন পদে যোগদান করেন। যোগদানকালিনে অষ্টম শ্রেণি পাস প্রত্যয়নপত্রে জন্ম তারিখ দেখিয়েছেন ১৯৭৩ সালের ২৫ ডিসেম্বর । সেই মোতাবেক তার চাকুরি ২০৩৩ সাল পর্যন্ত চলমান। কখনো ভাবেননি জাতীয় পরিচয় পত্রে ( এনআইডি) দেওয়া সঠিক জন্ম তারিখ চাকুরি জীবনের কাল হবে। এখন এনআইডি সংশোধনের চেষ্টা করেও কাজ হচ্ছে না তার। কারণ এনআইডি সংশোধন করতে কাদেরের পুত্র-কন্যা, পিতা-মাতাসহ আপনজনের কাগজপত্র লাগে। এ ঘটনায় কাদের মন্ডল পড়েছেন বিপাকে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, এনআইডি মোতাবেক পিয়ন কাদের মন্ডলের জন্ম তারিখ ১৯৫২ সালের ২৬ মার্চ। তার ভোটার নম্বর ৩২০০৭৩৯৯৯৫৭০। এনআইডি অনুযায়ি কাদের মন্ডলের একমাত্র কন্যা মোছাঃ কাজভান বেগমের জন্ম তারিখ ১৯৭০ সালের ৪ নভেম্বর যার ভোটার নম্বর ৩২০০৭৩৯৯৮৩৯। এনআইডি মোতাবেক কাদের মন্ডলের ছোট ভাই আব্দুল গণি মন্ডলের জন্ম তারিখ ১৯৬৯ সালের ১০ এপ্রিল যার ভোটার নম্বর ৩২০০৭৩৯৯৮৬৬২। পিয়ন কাদের মন্ডলের এনআইডি মোতাবেক বর্তমান বয়স ৭২ বছর। সে হিসেবে ১২ বছর আগে অর্থাৎ ২০১২ সালে তার অবসর গ্রহণের কথা। কিন্তু তিনি তা না করে ১২ বছর অতিরিক্ত চাকুরি করছেন। আর ১২ বছরে অতিরিক্ত সরকারি অর্থ উত্তোলন করেছেন ১৪ লক্ষ ৮৮ হাজার ৮২৪ টাকা।

এব্যাপারে মাদরাসার সুপার মহসিন আলী জানান, এনআইডি মোতাবেক ২০১২ সালে কাদের মন্ডলকে অবসর  গ্রহণ করতে বললে তিনি তা না করে বিগত সরকারের আমলে তার মামা হাবিবুর রহমান আকন্দ অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করায় তার চাপ প্রয়োগ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ১২ বছর অতিরিক্ত চাকুরি করছেন।এব্যাপারে কাদের মন্ডল বলেন, বয়সের সমস্যা সমাধানে কয়েকবার চেষ্টা করা হয়েছে। এখনো সমাধান হয়নি। তবে আশাবাদী।

মাদরাসার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, কাদের মন্ডল সঠিক বয়স লুকিয়ে চাকুরি নেওয়া ঠিক করেন নি। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপযুক্ত কাগজপত্র দাখিল করতে না পারায় কাদের মন্ডলের এনআইডি সংশোধনের আবেদন দুই বার বাতিল করা হয়েছে।