Dhaka ০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ সোমবার এই আবেদন করা হয়েছে এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির ওপর আজ শুনানির হতে পারে বলে রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে।

প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিক্সা মালিক ঐক্যজোট’র পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রিটের ফাইলিং ল’ইয়ার ছিলেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

হাইকোর্টের আদেশের পর ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঢাকা মহানগরীতে যত্রতত্র অননুমোদিত ব্যাটারি চালিত রিকশার ফলে নানা দুর্ঘটনা ঘটছে। সে প্রেক্ষাপটে প্যাডেল চালিত রিকশা মালিকদের ঐক্যজোট হাইকোর্টে রিট করে। সে রিটের শুনানি নিয়ে ঢাকা মহানগরীতে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজকের এই আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে আদালত রুল জারি করেছেন। রুলে ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত লোহা বিক্রি

ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল

Update Time : ০১:২১:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

আজ সোমবার এই আবেদন করা হয়েছে এবং আপিল বিভাগের চেম্বার আদালতে বিষয়টির ওপর আজ শুনানির হতে পারে বলে রাষ্ট্রপক্ষ সূত্রে জানা গেছে।

প্যাডেল চালিত রিকশা চালকদের গড়া ‘বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন রিক্সা মালিক ঐক্যজোট’র পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে গত মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে রুলসহ নির্দেশ দেন।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী। রিটের ফাইলিং ল’ইয়ার ছিলেন ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।

হাইকোর্টের আদেশের পর ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঢাকা মহানগরীতে যত্রতত্র অননুমোদিত ব্যাটারি চালিত রিকশার ফলে নানা দুর্ঘটনা ঘটছে। সে প্রেক্ষাপটে প্যাডেল চালিত রিকশা মালিকদের ঐক্যজোট হাইকোর্টে রিট করে। সে রিটের শুনানি নিয়ে ঢাকা মহানগরীতে অননুমোদিত ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজকের এই আদেশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে আদালত রুল জারি করেছেন। রুলে ব্যাটারিচালিত রিকশা বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়েছেন।