আইপিএলের মেগা নিলামের চলছে দুই দিনব্যাপী দ্বিতীয় ও শেষ দিন।১৮১ নম্বর ক্রিকেটার হিসেবে নিলামে উঠেছিলেন বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। তবে ২ লাখ ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে দলে নেয়নি কেউ।বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেনও দল পাননি।
আইপিলের গত আসরে টাইগার কাটার মাস্টারকে দলে টেনেছিল মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। সেই নিলামে বাংলাদেশের মধ্যে একমাত্র মোস্তাফিজুর রহমানই ছিলেন। তার আগের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে গতবার নিলামের আগে তাকে ছেড়ে দেয় দিল্লি।
আগের মৌসুমে দিল্লির হয়ে ভালো করতে পারেননি মোস্তাফিজ। তাই শঙ্কা জেগেছিল তার দল পাওয়া নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে মোস্তাফিজকে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস।
আস্থার প্রতিদানও দিয়েছেন মোস্তাফিজ। টুর্নামেন্ট শেষ না করেই দেশের হয়ে খেলার জন্য মোস্তাফিজ আগেই দেশে ফিরেছিলেন। তার আগে ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেন তিনি। মাথিশা পাথিরানার সঙ্গে দুর্দান্ত বোলিং জুটি গড়েছিলেন তিনি। সর্বোচ্চ উইকেটশিকারীর পার্পল ক্যাপও উঠেছিল মোস্তাফিজের মাথায়।
২০১৬ সালে সানরাজইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেকেই দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। সাতের কম ইকোনমিতে তুলে নিয়েছিলেন ১৭ উইকেট। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটার।তবে এরপর ক্রমেই নিম্নগামী হয়েছে মোস্তাফিজের পারফরম্যান্স। মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস কিংবা দিল্লি ক্যাপিটালস; কেউই আস্থা রাখতে পারেননি বাংলাদেশি এই পেসারের ওপর। গতবার চেন্নাইয়ের হয়ে ভালো করলেও এবার তাকে দলে টানল না চেন্নাই।