Dhaka ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার ১৫০ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন

  • ডেক্স নিউজ:
  • Update Time : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৪৩ Time View

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) কৃষি সহায়তা উদ্যোগের আওতায় কৃষি উদ্যোক্তাদের জন্য ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আসা হয়েছে। এর ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদরের শহীদ আবুল কাশেম সড়কের হোটেল শহীদ প্যালেসে আজ (২৬ নভেম্বর) আয়োজিত কর্মসূচিতে জেলার চারটি উপজেলার ১৫০ জন কৃষি-উদ্যোক্তা অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবি পিএলসি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তাদের জন্য দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় এবার ৫৫তম জেলায় এই কর্মসূচি আয়োজিত হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম। আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক; চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দা; চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন; জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল ও ইউসিবি পিএলসি’র চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. তৌহিদুজ্জামান।

এ বিষয়ে ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। আমাদের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি, এটি দেশের জিডিপিতে অবদান রাখছে এমন প্রধান খাতগুলোর মধ্যে অন্যতম। আধুনিক কৃষি পদ্ধতি ও নানারকম অর্থায়নের উপায় সম্পর্কে তাদের সচেতন করে তোলার মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা উচ্ছ্বসিত।”

উল্লেখ্য, কৃষকদের সুবিধার্থে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে ইউসিবি পিএলসি। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের গাছ রোপণ, কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ’ (মোরফিশ) ডিভাইসের মতো কৃষি-সংক্রান্ত স্মার্ট ডিভাইস বিতরণ, তামাকের বিকল্প শস্য হিসেবে ভুট্টাচাষে উৎসাহদান, বজ্রপাত থেকে রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন এবং দেশের বিভিন্ন এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য উৎপাদন যন্ত্রাংশ বিতরণ প্রভৃতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭ রাষ্ট্রদূতের বৈঠক ৯ ডিসেম্বর

চুয়াডাঙ্গার ১৫০ কৃষি উদ্যোক্তার জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন

Update Time : ০৬:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) কৃষি সহায়তা উদ্যোগের আওতায় কৃষি উদ্যোক্তাদের জন্য ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আসা হয়েছে। এর ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদরের শহীদ আবুল কাশেম সড়কের হোটেল শহীদ প্যালেসে আজ (২৬ নভেম্বর) আয়োজিত কর্মসূচিতে জেলার চারটি উপজেলার ১৫০ জন কৃষি-উদ্যোক্তা অংশ নেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবি পিএলসি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তাদের জন্য দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় এবার ৫৫তম জেলায় এই কর্মসূচি আয়োজিত হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম। আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বিটিভির কৃষি-ভিত্তিক অনুষ্ঠান ‘মাটি ও মানুষ’-এর উপস্থাপক ও কৃষিতথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক; চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দা; চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন; জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল ও ইউসিবি পিএলসি’র চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক মো. তৌহিদুজ্জামান।

এ বিষয়ে ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম বলেন, “কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। আমাদের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি, এটি দেশের জিডিপিতে অবদান রাখছে এমন প্রধান খাতগুলোর মধ্যে অন্যতম। আধুনিক কৃষি পদ্ধতি ও নানারকম অর্থায়নের উপায় সম্পর্কে তাদের সচেতন করে তোলার মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা উচ্ছ্বসিত।”

উল্লেখ্য, কৃষকদের সুবিধার্থে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে ইউসিবি পিএলসি। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের গাছ রোপণ, কৃষি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ’ (মোরফিশ) ডিভাইসের মতো কৃষি-সংক্রান্ত স্মার্ট ডিভাইস বিতরণ, তামাকের বিকল্প শস্য হিসেবে ভুট্টাচাষে উৎসাহদান, বজ্রপাত থেকে রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন এবং দেশের বিভিন্ন এলাকায় সম্পূর্ণ বিনামূল্যে খাদ্য উৎপাদন যন্ত্রাংশ বিতরণ প্রভৃতি।