মাগুরায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি’র ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম,
২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় আইডিইবি মাগুরা জেলা নির্বাহী কমিটির উদ্যোগে এ উপলক্ষ্যে আইডিবি কার্যালয় ভায়না থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ভায়না থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গীর মোড় প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে শেষ হয়।র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইসিটি সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান টিটোর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, অধ্যক্ষ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, প্রকৌশলী ড. মোঃ মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা,প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান, অধ্যক্ষ, টিটিসি প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম, প্রমুখ।
বক্তারা বলেন, ‘প্রকৌশল বিভাগ দেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশে এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে যাচ্ছেন।আজ এই প্রতিষ্ঠানের (আইডিইবি) ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস। অর্ধশতক এর বেশি সময় ধরে এই সংগঠনটি সুনামের সঙ্গে কাজ করে আসছে।
এ সময় বক্তারা গণপ্রকৌশল দিবস ও সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।