গাইবান্ধার সুন্দরগঞ্জে গরীব-অসহায় ও দুস্থ ৩’শ পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বজরা কঞ্চিবাড়ী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন স্টিচিং ইন্টারন্যাশনাল হিউম্যানিটায়ার হুলপোরগানিসটি নেদারল্যান্ড (আইএইচএইচএন)’র অর্থায়নে এসব ফুড প্যাক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির মাজেদুর রহমান সরকার, কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার কায়েস আহমেদ, শিক্ষা অফিসার তাশরিক ইনতিহাব সৈকত, এক্সিকিউটিভ সদস্য সুজন ইসলাম, কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ, সাংবাদিক সুদীপ্ত শামীম প্রমূখ।
প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল লবণ, চিনি, আলু, পিয়াজ, মুড়িসহ বেশ কয়েকটি উপকরণ দেওয়া হয়।