কুমিল্লার হোমনায় জুলাই-আগস্টে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে৷ গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুরুতেই শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা করা হয়।
পরে বক্তারা আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং শহীদদের পরিবারের প্রতি সরকারের সব ধরনের সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণঅভ্যুত্থানের শহীদ শাহ আলমের মা সাফিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মো.জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. শহীদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী মো.মনিরুজ্জামান, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আ. হক সরকার ও সাংবাদিক মো. কামাল হোসেন, সমন্বয়ক সাইদুল ইসলাম সাজ্জাদ, গণ অভ্যুত্থানে আহত মো. নূরুল ইসলাম প্রমুখ।