চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিউকিটর (এপিপি) এ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাসের উগ্রবাদী সনাতন গোষ্ঠি ইস্কন নিষিদ্ধের দাবীতে নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন ও সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেস করেছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার শহীদ স্মরণী থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা মোড় পুলিশ ট্রাফিক বক্সে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে চট্টগ্রাম আদালতে প্রকাশ্যে আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও সনাতন জাগরণী মঞ্চের আহবায়ক চিন্ময় কৃষ্ণ দাসের উগ্রবাদী ইস্কন গোষ্ঠিকে নিষিদ্ধের দাবী জানানো হয়।
এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিরব, ফয়সাল, রাব্বি, মোস্তাফিজুর, রউফ, শুভ ও সায়েমের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেসে বক্তারা বলেন, ইস্কন ভারতের দালাল এবং স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। তারা সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে। চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। বর্তমান সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
বক্তরা আরও বলেন, এ ষড়যন্ত্রের নেপথ্যে কাজ করছে ডেইলি স্টার ও প্রথম আলো। এদেরকেও আইনের আওতায় আনার জোর দাবী জানান। তাদের যে কোন ধরণের ষড়যন্ত্র কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহবান জানান তারা।