বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইকের এক্সেলেটর টানতে গিয়ে আবু সাফিউল শাফিন নামে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে নন্দীগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। শিশু আবু সাফিউল শাফিন বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার কামারপাড়া এলাকার সাদিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আবু সাফিউল শাফিন তার মায়ের সাথে নন্দীগ্রাম দক্ষিণপাড়াস্থ নানাবাড়িতে বেড়াতে আসে। সে নানা শাহজাহান আলীর সাথে নন্দীগ্রাম বাজারে বেড়াতে আসে। সেখানে একটি পণ্যবাহী ব্যাটারিচালিত ইজিবাইক অন করা অবস্থায় দাঁড় করানো ছিলো। শিশু আবু সাফিউল শাফিন ওই ইজিবাইকটির এক্সেলেটরে হাত দিয়ে টানলে ইজিবাইকটি সামনের দিকে চলতে থাকে। এতে শিশুটির মাথায় মারাত্মকভাবে আঘাত পায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার পর ইজিবাইক চালক পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।