বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল চলতি বছরের জুন মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনেক বির্তক হয়েছিল এই তারকা দম্পতির বিয়ে নিয়ে । তবে সমালোচনা যাই হোক না আনন্দের সঙ্গে জীবন উপভোগ করে চলেছেন তারা।
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল বিয়ের পাঁচ মাসের মধ্যেই চতুর্থবার হানিমুনে বিদেশে গেলেন। কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। সোনাক্ষী-জাহির ইতোমধ্যেই আমেরিকা ও ফিলিপাইনে ঘুরে এসেছেন।
তারা এবার ইতালিতে ঘুরতে গেছেন, ইনস্টাগ্রাম স্টোরিতে ইতালির সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। দম্পতিকে ফ্রান্সে দারুণ খাবার উপভোগ করতেও দেখা গেছে। সোনাক্ষী সেখানকার বাজার থেকে অনেক ব্যাগ ও জ্যাকেটও কিনেছেন।
আরেকটি ভিডিওতে ইতালির রাস্তায় মজা করতেও দেখা গেছে এ তারকা দম্পতিকে। অভিনেত্রী রসিকতা করে জাহির ইকবালকে নানা মজার কথা বলছেন। যা দেখে জাহিরের প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো। তিনি সোনাক্ষীকে তার নানা অভিজ্ঞতাও শেয়ার করেছেন এবং অভিনেত্রী তাকে বলেন ‘আমি তোমাকে ভালোবাসি।
সালমানের হাত ধরে বলিউড জার্নি শুরু সোনাক্ষীর, তেমনই ভাইজানের প্রযোজনায় তৈরি নোটবুক ছবির সাথেই অভিনয় ক্যারিয়ার শুরু জাহিরের। হুমা কুরেশির সহ-প্রযোজনায় ‘ডাবল এক্সএল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন সালমান খান।
উল্লেখ্য, ঘরোয়া আয়োজনে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। সালমান খানের পার্টিতে আলাপ দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। সালমানের ঘনিষ্ঠ বন্ধু ইকবাল রতনসির পুত্র জাহির। সেই অর্থে ভাইজানের বউমা হয়েছেন সোনাক্ষী।