চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রবের্ট লেভান্ডভস্কির জোড়া গোলে ব্রেস্তকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দলের হয়ে অন্য গোলটি করেছেন দানি ওলমো।
হার দিয়ে আসর শুরু করা হান্সি ফ্লিকের শিষ্যরা চ্যাম্পিয়নস লিগে পেল টানা চতুর্থ জয়।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে দশম মিনিটে এগিয়ে যায় বার্সা। সফল স্পট কিকে ডান দিক দিয়ে জাল খুঁজে নেন লেভা। ডি-বক্সে পোলিশ এই স্ট্রাইকারকে ফাউল করা ব্রেস্ত গোলরক্ষক মার্কো বিজোট ঝাঁপ দেন বামে।
বিরতির পর ৬৬তম মিনিটে ব্যবধান বাড়ায় বার্সা। জেরার্দ মার্তিনের চমৎকার পাস পেয়ে ডিফেন্ডারদের এড়িয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ওলমো।
আলেহান্দ্রো বাল্দের কাছ থেকে বল পেয়ে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন লেভান্ডভস্কি। সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল।
৫ ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ১৩ পয়েন্ট নিয়ে চূড়ায় ইন্টার মিলান।