বুধবার কুমিল্লার হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
সভায় চুরি, ডাকাতি, মাদক, যানজট ও ইসকন ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা চট্টগ্রামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যার ঘটনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারিতে রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, পুলিশের এসআই মো. এহসান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসীম উদ্দিন সওদাগর, মো. সাদেক সরকার, জালাল উদ্দিন পাঠান, মো. তাইজুল ইসলাম মোল্লা, খন্দকার জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. মোশাররফ হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আ. হক সরকার প্রমুখ।