সাম্প্রদায়ীক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ডোমার উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নেতা ওকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুুপুরে উপজেলার সোনারায় মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ডোমার উপজেলা শাখা।
দলের উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ মাওঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু। প্রধান বক্তা হিসাবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন বক্তব্য রাখেন।
এ সময় জেলা কৃষক দলের সভাপতি মাসুদুল আলম দুলাল, ওলামা দলের উপজেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবলা, জোড়াবাড়ী ইউনিয়ন সভাপতি হাফেজ গোলম রাব্বানী, উপজেলা শাখার সহ-সভাপতি মিলু হুজুর প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক শফিউল বারী বুলবুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, সদস্য সচিব রইছুল আলম, শ্রমিক দলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, কৃষক দলের আহবায়ক আফজাল হোসেন হিরু, বিএনপি’র ইউনিয়ন সভাপতি গোলাম মোস্তফা, ওমর ফারুক, মজির উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ সহযোগি অঙ্গসংগঠনের নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। বিগত সরকারের আমলে দলীয় নেতাদের উপর জুলুম, নির্যাতন, হামলা ও মামলার তিব্র প্রতিবাদ জানান এবং আগামী সংসদ নির্বাচনে এলাকার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।