বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলম, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। হাসনাত সারজিস- পোস্টে তারা লিখেছেন, মনে রেখো-শহীদেরা মরে না।
চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে সন্ধ্যা ৭টার দিকে তাদের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও কোনো ক্ষতি হয়নি তাদের।
রাত সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। দুজনে একই পোস্ট ফেসবুকে শেয়ার করেন।
পোস্টে তারা লিখেছেন,মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।
এর কিছু সময় পর সারজিস আলমও একই লেখা পোস্ট করেন ফেসবুকে। সেখানে তিনি হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করেন।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে এখন বিস্তারিত জানা যায়নি। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ট্রাকটি বহরের গাড়িটিকে চাপা দেওয়ার চেষ্টা করে।