গলাচিপা-শাখারিয়া সড়কে মোটরসাইল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গলাচিপা-শাখারিয়া সড়কের তালতলা মোড় নামক স্থানে আকন বাড়ির সামনে। নিহত মোটর সাইকেল আরোহী তারিকুল তুহিন ঘটনাস্থলের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং ট্রাক চালককে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে গলাচিপা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম খানের ছেলে ও গলাচিপা উপজেলা ছাত্রদলের নির্বাহী কমিটির ১ নম্বর সদস্য তারিকুল ব্যক্তিগত কাজে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হয়। গলাচিপা-শাখারিয়া সড়কের তালতলা মোড় নামক স্থানে আকন বাড়ির সামনে একটি রড বোঝাই ট্রাক (খুলনা মেট্রো ট ১১-২১৪৮) তুহিনকে চাপা দেয়। এসময় স্থানীয় লোকজন তুহিনকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেন। অপরদিকে বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
এ বিষয় গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, তুহিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আটক ট্রাকচালক ইমরান মিয়া (৩০) নামে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।