পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। গলাচিপা পৌর মঞ্চে বৃহস্পতিবার বিকেল ৫টায় আয়োজিত স্মরণ সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সভায় তিনি বলেন, স্বৈরাচার ফ্যাসিবাদী আন্দোলনে শাহজাহান খান লড়াকু সৈনিক ছিলেন। তিনি আরো বলেন, গলাচিপা দশমিনার সকল হিন্দু মুসলিমদের মেলবন্ধন করে সম্প্রীতি রাজনীতি করেছেন শাহজাহান খান। আমি অনুরোধ করবো তার পরিবারের যারা আছেন গলাচিপা-দশমিনার সকল মানুষের সাথে সম্পর্ক রেখে অসম্প্রদায়ীক রাজনীতির ধারা অব্যাহত রাখবেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশে একটি বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সেটা হতে দেব না।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মরহুম সংসদ সদস্য শাহজাহান খানের স্ত্রী আনোয়ারা শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহরাব মিয়া তার ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ শিপলু খান, পৌর বিএনপির সহসভাপতি মো, মনিরুজ্জামান নেছার, উপজেলা যুবদলের যুগগ্ম আহ্বায়ক আশীষ কুমার সাহা ও সাহাবুদ্দিন সিকদার, এছাড়াও পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক খান, উপজেলা বিএনপির যুগ্য সাধারণ সম্পাদক আবদুস সোবাহান মিয়া প্রমুখ
উল্লেখ্য ২০২২ সালের বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে আওয়ামীলীগ সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।