মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান নছিমন উল্টে আজিজ (৪২) নামের এক চালক নিহত হয়েছেন। আাজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে বামন্দী বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজ মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের খালেক মোল্লার ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে জেলার গাংনী উপজেলার বামন্দী জামান ফিলিং ষ্টেশনের সামনে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ সকালে মাথায় হেলমেট পরে নছিমন চালক আজিজ কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। সড়কটি সংস্কার পর্যায়ে থাকায় বিভিন্ন স্থানে উচু নিচু বাক রয়েছে। দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় বামন্দী বাজারের অদুরে ফিলিং স্টেশনের কাছে আকস্মিক তিনি ছিটকে সড়কের পরে আছড়ে পড়েন। এতে সড়কের উপরেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।