তারকাবহুল নতুন ধারাবাহিক নাটক অচিনপুর” এর প্রচার শুরু হতে যাচ্ছে ১ ডিসেম্বর থেকে বাংলাভিশন চ্যানেলে। দেখবেন সপ্তাহের তিনদিন প্রতি শনি, রবি, সোমবার রাত ৯ টা ৪০ মিনিটে প্রচার হবে বাংলাভিশনে। কায়সার আহমেদের পরিচালনায় নাটকটি রচনা করেছেন আহমেদ শাহবুদ্দিন।
চঞ্চলের সংগীতে অচিনপুর নাটকের টাইটেল গানটি লিখেছেন আশিক বন্ধু, গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা সালমা। নাটকে অভিনয় করেছেন- আনিকা কবির শখ, আ.খ.ম হাসান, স্বর্ণলতা, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হক, শফিক খান দিলু, বিনয় ভদ্র, তারেক স্বপন, ওবিদ রেহান, সিলভিয়া, শাহেদ শাহরিয়ার, সঞ্চিতা দত্ত, গুলশান আরা, ম. সালাম, আশরাফ কবির, রেজমিন সেতু, হেদায়েত নান্নু, তানভীর মাসুদ, ইমরান হাসো, আমিরুল ইসলাম, টুনটুনি সোবহান সহ অনেকে।
নাটকটি প্রযোজনা করেছেন এমজেএইচ আইটি সলিউশন। অচিনপুর নাটকের নির্মাণ ও প্রচারের অনুভূতি জানিয়ে দর্শকদের উদ্দেশ্যে পরিচালক কায়সার আহমেদ বলেন, অচিনপুর” আমার পরিচালনায় আরেকটি অন্যতম প্রিয় ধারাবাহিক নাটক। এই নাটকের গল্পে দর্শকরা পাবেন হাসি, কান্না, দুঃখ, প্রেম ভালবাসা। গল্পে গল্পে প্রতি পর্বে মজার এবং সিরিয়াস বিষয় নিয়েও নাটকের চরিত্রগুলো এগিয়ে যাবে, আশা করছি দর্শকরা অচিনপুর খুব উপভোগ করবে। অচিনপুর ধারাবাহিকের সহকারী পরিচালক জীবন রায়। ক্যামেরায় রুহুল আমিন।।নাটকে সম্পাদনা করেছেন পরিতোষ সরকার।