কক্সবাজারের টেকনাফগামী একটি কারারক্ষীর গাড়িতে হামলা করে ডাকাত কামাল হোসেনকে ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা। এসময় শহিদুল ইসলাম নামে এক কারারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে কক্সবাজারের উখিয়া হাইওয়ে সড়কের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া ৩ রোহিঙ্গাকে কারারক্ষীদের জিম্মায় টেকনাফ মোচনী এপিবিএন ক্যাম্পে হস্তান্তরে নিয়ে যাওয়ার সময় কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে মাস্টার মুন্না গ্রুপের লোকজন কারারক্ষীর গাড়িতে হামলা চালায়। গাড়িতে থাকা টেকনাফের মোচনী ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী ডাকাত কামালকে ছিনিয়ে নেওয়া হয়। এসময় শহিদুল ইসলাম নামক এক কারারক্ষী ও গাড়ি চালক আহত হয়েছেন।পরে খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে উদ্ধার করতে পারেনি।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান , এ ঘটনায় কক্সবাজার জেলা কারারক্ষীর পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।
শিরোনাম :
কক্সবাজারে হাইওয়েতে কারারক্ষীর গাড়িতে হামলা
-
আমান উল্লাহ, কক্সবাজার প্রতিনিধি:
- Update Time : ০৯:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- ১১০ Time View
Tag :
আলোচিত