Dhaka ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চিন্ময়সহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একটি নির্দেশনা পাঠিয়ে তাদের অ্যাকাউন্ট জব্দ করার কথা জানিয়েছে। এ তথ্য বিএফআইইউ’র সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে।

যেসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাদের মধ্যে একক মালিকানায় থাকা ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করা হয়েছে। এসব হিসাব আগামী ৩০ দিন পর্যন্ত কোনো ধরনের লেনদেনের জন্য উন্মুক্ত থাকবে না। প্রয়োজনে হিসাব স্থগিতের সময় আরও বাড়ানো হতে পারে।

হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চন্দন কুমার ধর (চিন্ময় কৃষ্ণ দাস), কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

এই হিসাব স্থগিতের সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। বিএফআইইউ-এর চিঠিতে এসব ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করা হয়েছে। চিঠির তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে এসব ব্যক্তির ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য (যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি এবং লেনদেন বিবরণী) বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

জাতীয়তাবাদী যুবদলের নেতা হত্যা মামলার আসামি রায়হান তালা উপশহর থেকে গ্রেপ্তার

চিন্ময়সহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব জব্দ

জন দেখেছেন : ১০:১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ইসকন বাংলাদেশের ১৭ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে একটি নির্দেশনা পাঠিয়ে তাদের অ্যাকাউন্ট জব্দ করার কথা জানিয়েছে। এ তথ্য বিএফআইইউ’র সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে।

যেসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, তাদের মধ্যে একক মালিকানায় থাকা ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করা হয়েছে। এসব হিসাব আগামী ৩০ দিন পর্যন্ত কোনো ধরনের লেনদেনের জন্য উন্মুক্ত থাকবে না। প্রয়োজনে হিসাব স্থগিতের সময় আরও বাড়ানো হতে পারে।

হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন চন্দন কুমার ধর (চিন্ময় কৃষ্ণ দাস), কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

এই হিসাব স্থগিতের সঙ্গে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। বিএফআইইউ-এর চিঠিতে এসব ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করা হয়েছে। চিঠির তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে এসব ব্যক্তির ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য (যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি এবং লেনদেন বিবরণী) বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।