কুমিল্লার হোমনায় ইসকন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলর সর্বস্তরের জনগণ।
শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা পরিষদ মাঠ থেকে এই বিক্ষোভ মিছিলটি যাত্রা করে।
হোমনা উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে উপজেলা সমন্বয়ক মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
‘ইসকন তুই জঙ্গি- ভারতের সঙ্গী’, ‘দিল্লী না ঢাকা- ঢাকা ঢাকা’ … ইত্যাদি শ্লোগানে শ্লোগানে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন হোমনা উপজেলার সমন্বয়ক মো. সাজ্জাদ, ইউসুফ, মাওলানা সালেক, সাইদুল ও মো. সাইফুল প্রমুখ।
উপজেলা পরিষদ জামে মসজিদের জুমার নামাজ শেষ হলে মুসল্লিরাও এ বিক্ষোভে অংশ নেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ও সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন ছিল।