তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিলো লাল-সবুজ জার্সিধারীরা। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো নিগার সুলতানা জ্যোতির দল।
আজ শনিবার সকাল ১০টায় মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। যেখানে প্রথমে ব্যাট করা আইরিশরা নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান করেছে। জবাব দিতে নেমে ৩৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগ্রেসরা।