Dhaka ০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে আঞ্চলিক ইজতেমার সমাপ্তি

আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে শেষ হলো সিরাজগঞ্জ জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

আজ শনিবার  সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার যমুনা নদীর শহর রক্ষা বাঁধ (হার্ডপয়েন্ট) তীরে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন মাওলানা শামসুদ্দিন। এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।জেলা তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লির স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমাস্থল প্রস্তুত করা হয়।

ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকেই জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হন। এতে কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা মাঠ।

তাবলিগ জামাতের জেলা ফয়সাল শূরা সদস্য ডা. এস এম নাজিম উদ্দীন জুয়েল জানান, ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নতের কথা আলোচনা করেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, সুন্দর পরিবেশে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

সিরাজগঞ্জে আঞ্চলিক ইজতেমার সমাপ্তি

Update Time : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে শেষ হলো সিরাজগঞ্জ জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

আজ শনিবার  সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার যমুনা নদীর শহর রক্ষা বাঁধ (হার্ডপয়েন্ট) তীরে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন মাওলানা শামসুদ্দিন। এর আগে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা।জেলা তাবলিগ জামাত (নিজাম উদ্দিন অনুসারী) এ ইজতেমার আয়োজন করেন। এতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক মুসল্লির স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ইজতেমাস্থল প্রস্তুত করা হয়।

ইজতেমা মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকেই জেলার ৯টি উপজেলাসহ রাজশাহী, পাবনা, বগুড়া, নাটোর, নওগাঁ, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুরসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হন। এতে কানায় কানায় পূর্ণ হয় ইজতেমা মাঠ।

তাবলিগ জামাতের জেলা ফয়সাল শূরা সদস্য ডা. এস এম নাজিম উদ্দীন জুয়েল জানান, ইজতেমায় সৌদি আরব, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও ভারতের তাবলিগের সাথী ও মাওলানারা উপস্থিত থেকে পবিত্র কোরআন ও বিশ্বনবীর সুন্নতের কথা আলোচনা করেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, সুন্দর পরিবেশে ৩ দিনের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। তাদের নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে। এতে লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন।