বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ভোলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তাদের হাতে সহায়তার টাকা তুলে দেয়া হয়। শনিবার (৩০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসন এ স্মরণসভার আয়োজন করে।
সভা শেষে শহীদ ৪৬ পরিবার এবং আহত ২০ পরিবারকে ১০ হাজার করে মোট ৬ লাখ ৬০ হাজার টাকার অনুদান দেয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাদ জাহান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক মো. রাসেল মাহমুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসন মনজুর হোসাইন, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারি হারুন অর রশিদ, বিজিবি সভাপতি আমিনুল ইসলাম রতনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী, শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে জেলায় ৪৬ জন শহীদ এবং ২০ জন আহত হয়। এর আগে নিহতের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়।